পঁচিশে বৈশাখে রবি স্মরণ মমতার

বৈশাখ শুরু হতেই কোভিডের জেরে ত্রস্ত্র গোটা দেশ

May 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বৈশাখ শুরু হতেই কোভিডের জেরে ত্রস্ত্র গোটা দেশ।  করোনা সংক্রমণ, মৃত্যুর সংবাদে মন মরা হয়ে কাটছে দিনের পর দিন।  কিন্তু তার মাঝেও একাংশ ভোলেনি আজ ২৫ শে বৈশাখ। কারণ, এই বিপর্যয়ের দিনে অন্যতম ভরসা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ, তাঁর সাহিত্য সম্ভার৷

আজ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান। তিনি লেখেন, “চিরনূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ… বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে শ্রদ্ধা ও প্রণাম। ওনার আদর্শই আমাদের পাথেয় হয়ে উঠুক, এই কামনা করি”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে জয়ের পর তিনি দলীয় কর্মী সমর্থকদের নির্দেশ দেন বিজয় উৎসব না করে রবীন্দ্র জয়ন্তীর দিন রবি স্মরণে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে ধনওবাদজ্ঞাপন করতে। সবটাই কোভিড বিধি মেনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen