‘বাকি দফার ভোট ১ দিনে হোক’, আর্জি মমতার

বাংলায় আট দফায় ভোট নিয়ে আবারও কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো।

April 15, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বাংলায় একুশের নির্বাচনের আবহে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় আট দফায় ভোট নিয়ে আবারও কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাকি দফার ভোট একদিনে করার আর্জি জানালেন মমতা।

বৃহস্পতিবার টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘অতিমারী পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে আটদফায় ভোট করা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা জানাচ্ছি। এখন, করোনা সংক্রমণ বাড়ছে। নির্বাচন কমিশনের কাছে আমার আর্জি, বাকি দফার ভোট একদিনে করা হোক। এরফলে করোনা সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করা যাবে।’

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বাংলা। হু হু করে সংক্রমণ বাড়ছে। এই আবহে বাংলায় বাকি দফার ভোট একদফাতেই করার প্রস্তাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের এই প্রস্তাবের পরই জল্পনা ছড়ায়, তাহলে কি বাংলাতে বাকি দফার ভোট একদফাতেই হবে? এই জল্পনায় অবশ্য জল ঢালে কমিশন। বাকি চার দফার ভোট একদফাতে করার কোনও পরিকল্পনা নেই কমিশনের, এমনটাই জানানো হল। জানা যাচ্ছে, কমিশনের পক্ষে থেকে বলা হয়েছে, বাকি দফার ভোট একসঙ্গে করলে অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হবে। তাই একসঙ্গে ভোট করা সম্ভব নয়। কমিশনের সিদ্ধান্তের পরই টুইটারে এ নিয়ে সরব হলেন মমতা।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত প্রসঙ্গে কয়েকদিন আগে হুগলির চুঁচুড়ার সভায় হুঁশিয়ারির সুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কেন আট দফায় নির্বাচন করা হচ্ছে। BJP-র মণ্ডলরা ঠিক করে দিচ্ছে নির্বাচনের দিন। বলবে, কোভিড হয়েছে বলে নির্বাচন বন্ধ করে দাও! এসব চলবে না। ভোট যখন শুরু হয়েছে, শেষ করতে হবে।’ তিনি আরও বলেছিলেন, ‘এই পরিস্থিতিতে কি ভোটটা ৩-৪ দফায় করা যেত না?’ এদিন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন টুইট করে লেখেন, তৃণমূল প্রথম থেকেই একদফায় ভোট চেয়ে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen