কবিগুরুর জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে সেনাবাহিনীর লড়াইকে কুর্নিশ মমতার
রাজ্য সরকার আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার নগরপাল-সহ প্রশাসনের কর্তারা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একদিকে ভারত-পাক যুদ্ধের জিগির অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আজ শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্ম দিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কবিগুরুকে সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সেনাবাহিনী যাঁরা লড়াই করছে, মাতৃভূমি রক্ষা করছে তাদের শ্রদ্ধা জানাই। সবাই ভাল থাক, দেশ ভাল থাক, মানুষ ভাল থাক।” রাজ্য সরকার আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার নগরপাল-সহ প্রশাসনের কর্তারা।
তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখিয়েছেন, “নাই নাই ভয়, হবে হবে জয়। আমাদের সকাল, আমাদের বিকেল, সন্ধ্যা, রাতে, এমনকী দুঃখ, আনন্দে সবকিছুতেই কবিগুরুর থেকে শিক্ষা পাই।” তাঁর সংযোজন, “শুধু এই দিনগুলিতে আমরা একটু বেশি রবীন্দ্রচর্চা করি। যা স্বাভাবিক। কিন্তু অন্যদিন গুলিতে এই চর্চার কদর কমিয়ে দিয়েছি। প্রতিটি রাজ্যের কিছু সংস্কৃতি ভাষা আছে। নিজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা সব নিয়ে চলা উচিত। একদিন নয়, বাকিদিনগুলিতেও যেন আপন করেনি।”