“সৌরভের ICC প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল”- বিশ্বজয়ী রিচার সংবর্ধনায় ‘অপ্রিয় সত্যি’ বললেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫০: বাংলার মুখ্যমন্ত্রীর মুখে ফের সৌরভ প্রসঙ্গ! রিচাকে সংবর্ধনা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, “আজ ICC প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? সৌরভ গঙ্গোপাধ্যায়। আমি একটু অপ্রিয় সত্যি বলছি, তবু বলি। আমার বিশ্বাস, একদিন ও হবেই।” তিনি আরও বললেন, “প্রতিভা ও পরিশ্রমকে যদি সম্মান দেওয়া হয়, বাংলার মেয়েরা অনেক দূর যাবে”।
বর্তমানে ICC-র প্রেসিডেন্ট পদে রয়েছেন জয় শাহ (Jay Shah), যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র। মমতার এই মন্তব্যকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “রিচাকে আমরা সমর্থন করব, কিন্তু কোনও অযথা চাপ দেব না। ওকে নিজের মতো করে এগোতে দিতে হবে। আমাদের যেমন সমর্থন থাকে, তেমনই শত্রুও থাকে।” এরপরই তিনি সৌরভের প্রসঙ্গ টেনে ICC প্রেসিডেন্ট পদ নিয়ে নিজের মতামত প্রকাশ করেন।
২০১৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) BCCI-র প্রেসিডেন্ট পদে বসার সময় তাঁকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে বোর্ডে নেতৃত্ব বদলের সময় রাজনৈতিক চাপের অভিযোগ উঠেছিল। মমতার বক্তব্যে সেই বিতর্কই যেন আবার মাথাচাড়া দিয়ে উঠল।
রাজনৈতিক মহলের ধারণা, আসন্ন বিধানসভা নির্বাচনের (2026 West Bengal elections) প্রাক্কালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করে ফের তৃণমূল-বিজেপি দ্বন্দ্বের নতুন পর্ব শুরু হতে পারে। তবে এই পরিস্থিতিতে সৌরভ কী অবস্থান নেবেন, তা এখনই বলা কঠিন।