মোদী-শাহদের বাংলার আম পাঠালেন মমতা

বাংলার আম পাঠিয়ে ‘সৌজন্য’ বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে আম পাঠালেন মমতা।

June 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার আম পাঠিয়ে ‘সৌজন্য’ বজায় রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে আম পাঠালেন মমতা।

হিমসাগর, ল্যাংড়া, মল্লিকা এবং আম্রপালি, এই চার প্রজাতির ১০ কিলো করে আম ঝুড়ি ভর্তি করে পাঠানো হয়েছে। প্রতিটি ঝুড়ির সঙ্গে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর নাম লেখা শুভেচ্ছা কার্ড। উল্লেখ্য, দিল্লির কর্নট প্লেসের কাছে জনপথ রোডে চলছে বাংলার আম মেলা। ৩০ জুন পর্যন্ত চলবে। তারই মধ্যে থেকে সুস্বাদু এবং জি আই (জিওলজিকাল ইন্ডিকেশন) পাওয়া বাংলার আম সরকার তথা দেশের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের উপহার পাঠানো হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen