শেষবার সতর্ক করছি, ঝাড়গ্রাম জেলা পরিষদ সদস্যদের প্রশাসনিক বৈঠকেই তিরস্কার মমতার

মুখ্যমন্ত্রীর সাফ বলে দেন যে তিনিঁ শেষবার সতর্ক করছেন এবং এরপর অনিয়ম হলে অভিযুক্তদের গ্রেপ্তার করিয়ে দেবেন।

May 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি সৌঃ মমতা ব্যানার্জী ফেসবুক

ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের জনসমক্ষেই তিরস্কার করলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ত দপ্তরের টেন্ডার সংক্রান্ত অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর সামনেই জেলা পরিষদের পূর্ত বিভাগের টেন্ডারে কারসাজি নিয়ে অভিযোগ জানান এক কর্মাধ্যক্ষ। অভিযোগে ছিল, পূর্ত কর্মাধ্যক্ষ এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী জেলাশাসককে এ বিষয়ে তদন্ত করে দেখার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর সাফ বলে দেন যে তিনিঁ শেষবার সতর্ক করছেন এবং এরপর অনিয়ম হলে অভিযুক্তদের গ্রেপ্তার করিয়ে দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen