বাংলায় কথা বললেই বাংলাদেশি? মহারাষ্ট্র সরকারের ভূমিকায় BJP-কে নিশানা করে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকলেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০১: বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে বিধানসভায় কার্যত গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহারাষ্ট্রের ঘটনার প্রসঙ্গ তুলে সোমবার বিধানসভায় (West bengal Assembly) বিজেপিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের! আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকলেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করেছে। আমি তাদের ধিক্কার জানাই।”
মমতার অভিযোগ, বিজেপির (BJP) ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে রয়েছে, সেখানেই এমন বাংলা বিদ্বেষী প্রবণতা দেখা যাচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া বাংলার তিন অভিবাসী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বই পুলিশ। বাংলার প্রশাসনকে না জানিয়ে তাঁদের বাংলার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাটি পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসে। রাজ্য প্রশাসনের উদ্যোগে ওই তিন জনকে ভারতে ফিরিয়ে আনা হয়। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এই ঘটনার কথা রবিবার মুখ্যমন্ত্রীকে জানান। তারপরই আজ, সোমবার বিধানসভার অধিবেশনে মহারাষ্ট্রের বিজেপি সরকারের এহেন কর্মকান্ড নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা।
রাজ্যসভার সাংসদ সামিরুল সমাজ মাধ্যমে জানান, বাংলাদেশ (Bangladesh) থেকে তিনজন অভিবাসী শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে, তাঁরা বাংলারই বাসিন্দা। দু’জনের বাড়ি মুর্শিদাবাদে এবং এক জন পূর্ব বর্ধমানের বাসিন্দা। সাংসদের অভিযোগ, ১০ জুন রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসে বিষয়টি। তারপরই মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করে তিন জনের পরিচয়পত্র দেওয়া হয়। এরপরও বাংলার সরকার, পুলিশ, পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদকে না-জানিয়েই তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।