‘মাতৃভাষার লড়াইয়ে আমি পাশে আছি’, অসমে বাঙালি নিগ্রহে কড়া প্রতিক্রিয়া মমতার

বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জানালেন— যাঁরা মাতৃভাষাকে ভালোবাসেন, তাঁদের পাশে থাকছে বাংলা ও তার সরকার।

July 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৭: অসমে বাঙালিদের হেনস্তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষা বাংলার অসম্মান মেনে নেবেন না বলেই হুঁশিয়ারি দিলেন তিনি। বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জানালেন— যাঁরা মাতৃভাষাকে ভালোবাসেন, তাঁদের পাশে থাকছে বাংলা ও তার সরকার। ফের জাগছে বাঙালির আবেগ, আর সেই আবেগকে অস্ত্র করেই এবার পথে মুখ্যমন্ত্রী।

এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার X এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্টে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।

মমতা লেখেন, “দেশে দ্বিতীয় কথ্য ভাষা হল বাংলা। অসমেও (Assam) তাই। যাঁরা সমস্ত ভাষা ও ধর্মকে সম্মান করেন তাঁদের উপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্তা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ। অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে।”

তিনি অসমবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “অসমবাসী রুখে দাঁড়ান। যাঁরা মাতৃভাষার জন্য, নিজের পরিচয়রক্ষার লড়াই করছেন আমি তাঁদের মতো প্রত্যেক নির্ভীক মানষের পাশে আছি।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। কোথাও শারীরিক নিগ্রহ, কোথাও তাঁদের উপার্জন কেড়ে নেওয়া হয়েছে, আবার কোথাও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে একাধিকবার পথে নেমে প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী বাঙালিদের নিরাপত্তা ও অধিকার রক্ষার দাবিতে স্পষ্ট হয়েছে তাঁর দৃঢ় অবস্থান। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমজীবী মানুষের নিরাপত্তা লঙ্ঘনে তীব্র হচ্ছে রাজনৈতিক টানাপড়েন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen