দলবদলুদের আসনে অনুগত সৈনিকদের ভরসা মমতার

আজকের তালিকা থেকে স্পষ্ট, দলের প্রতি আনুগত্যকেই মান্যতা দিয়েছেন মমতা। একদিকে নন্দীগ্রামে যেমন তিনি নিজে লড়ছেন, উত্তর হাওড়ায় প্রার্থী করেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারিকে।

March 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

তৃণমূলের প্রার্থী (TMC Candidate List) তালিকা প্রকাশ হল। দফায় দফায় নয়, ২৯১টি কেন্দ্রের নাম একেবারেই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় হবে। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে (Assembly Constituecncy) তিনিই প্রার্থী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই ঘোষণা করে দিয়েছেন। তাই আজ একবারে ২৯১ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করলেন তিনি।

এবারের প্রার্থী তালিকা নিয়ে জনমানসে কৌতূহল ছিল যে তৃণমূল ত্যাগী নেতাদের ছেড়ে যাওয়া আসন পূর্ণ করবেন কারা। আজকের তালিকা থেকে স্পষ্ট, দলের প্রতি আনুগত্যকেই মান্যতা দিয়েছেন মমতা। একদিকে নন্দীগ্রামে যেমন তিনি নিজে লড়ছেন, উত্তর হাওড়ায় প্রার্থী করেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারিকে।

ডোমজুড় থেকে দু’বারই জিতে মন্ত্রী হওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় এখন বিজেপিতে। মমতা সেখানে প্রার্থী করেছেন কল্যাণ ঘোষকে। পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী কল্যাণবাবুকে হারিয়ে দেওয়ার পিছনে তৎকালীন মন্ত্রী রাজীবের ‘সক্রিয়’ ভূমিকা ছিল বলে জানতে পেরেছিল দল। বৈশালী ডালমিয়া বিজেপিতে যাওয়ায় বালিতে অমুকের নাম ভেবেছেন মমতা।

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পূর্ব-র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না। বিজেপি শোভনকে তাঁর পুরনো ওই কেন্দ্রে প্রার্থী করলে লড়াই আকর্ষণীয় হতে পারে। ভবানীপুরে প্রার্থী হলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাসবিহারী থেকে আগের নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। এ বার সেখানে তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে দেবাশিস কুমারকে।

কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে। সিঙ্গুরে ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথের পরিবর্তে প্রার্থী হচ্ছেন বেচারাম মান্না। রাজারহাট নিউটাউন -এ, সব্যসাচীর জায়গায় এলেন তাপস চ্যাটার্জি। উত্তরপাড়ায় প্রবীরঘোষালের জায়গায় অভিনেতা কাঞ্চন মল্লিক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen