কর্মীসভায় হঠাৎ অসুস্থ কিশোরী, শুশ্রুষা করলেন খোদ মমতা

আজকের সভা থেকে তাদের মমতা চ্যালেঞ্জ করে বলেন, ”বাংলা ভাগ না করলে আমায় মেরে ফেলবে বলছে, আমার বুকে বন্দুক ঠেকিয়ে দেখাক।

June 7, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আলিপুরদুয়ারে কর্মীসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচণ্ড গরম উপেক্ষা করেই সমাগম হয়েছিল হাজার হাজার মানুষের। আর সেখানেই ঘটল বিপত্তি। পাঁচ বছরের ছোট্ট মেয়ে মুশকান পারভিন গরমের প্রকোপে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে জল এগিয়ে দেন মমতা। এরপর সভা শেষ করেই অসুস্থ মুশকানের শুশ্রূষা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাকে নিজে হাতে জল খাওয়ান মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।

মুশকান অসুস্থ হয়ে পড়তেই মমতা মঞ্চ থেকে বলে ওঠেন, “কী হয়েছে? অজ্ঞান হয়েছে? জল দাও। আমার কাছে জল আছে। আগে মুখে-চোখে জল দাও। ডাক্তার কে আছে, ডেকে নাও।” তড়িঘড়ি সভা শেষ করে তিনি মুশকানের চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগী হন। মমতার এই রূপ দেখে আবেগাপ্লুত আলিপুরদুয়ার। মুশকানের পর আরও একজন বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েন৷

প্রসঙ্গত, বার বার বাংলাকে ভাগ করার হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি নেতা থেকে শুরু করে বিচ্ছিন্নবাদীরা। আজকের সভা থেকে তাদের মমতা চ্যালেঞ্জ করে বলেন, ”বাংলা ভাগ না করলে আমায় মেরে ফেলবে বলছে, আমার বুকে বন্দুক ঠেকিয়ে দেখাক। আমিও জানি কীভাবে বন্দুকের নল ভোঁতা করতে হয়।” মমতা অভিযোগ করেন বিজেপির ইন্ধনেই কেএলও-র মত বিচ্ছিন্নতাবাদীদের এতো বাড়বাড়ন্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen