ধামসা মাদলের তালে পা মেলালেন মমতা, ধরা দিলেন অন্য মেজাজে
আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সকল নবদম্পতির সাথে ব্যক্তিগতভাবে আলাপচারিতা করেন। রাজ্যের প্রশাসনিক প্রধানকে অন্য রূপে দেখে আপ্লুত আলিপুরদুয়ারের সাধারণ মানুষ।

আজ আলিপুরদুয়ারের হাসিমারাতে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই অনুষ্ঠানে একদম অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। আজকের অনুষ্ঠানে বাজছিল ধামসা মাদল। তারই তালে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সকল নবদম্পতির সাথে ব্যক্তিগতভাবে আলাপচারিতা করেন। রাজ্যের প্রশাসনিক প্রধানকে অন্য রূপে দেখে আপ্লুত আলিপুরদুয়ারের সাধারণ মানুষ।
প্রসঙ্গত, কয়েকমাস আগে উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রীকে দার্জিলিঙে মোমো বানাতে দেখা গিয়েছিল। এর আগেও জঙ্গলমহলে মমতাকে আদিবাসী মহিলাদের সাথে পা মিলিয়ে নাচতে দেখা গেছিল। এমনকি গতকাল তাঁর সভায় একটি শিশু অসুস্থ হয়ে গেলে, সভা থামিয়ে তার শুশ্রুষা করেন খোদ মুখ্যমন্ত্রী।