ডাক্তারদের কাজে ফেরার বার্তা, আন্দোলনরতদের আলোচনায় বসার ডাক মমতার

জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একাধিকবার রাজ্য প্রশাসন, তাঁদের কাছে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদানের আহ্বান জানিয়েছে

September 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রায় মাসখানেক ধরে চলছে। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রভাব পড়েছে। চিকিৎসা না পেয়ে প্রচুর রোগী ফিরে যাচ্ছেন। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠছে। সোমবার, সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে, চিকিৎসকদের কাজে ফিরতেই হবে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে আন্দোলনরত চিকিৎসকদের প্রতি তাঁর বার্তা, “আসুন না, কথা হবে, আলোচনা হবে। আমরা তো কথা বলতে প্রস্তুত।”

উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একাধিকবার রাজ্য প্রশাসন, তাঁদের কাছে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদানের আহ্বান জানিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন।সোমবার, সুপ্রিম কোর্টে শুনানির পর মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের আলোচনার টেবিলে ডাকলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen