তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী হবেন মমতাই, আশাবাদী পার্থ

চলতি বছরেই বিধানসভা নির্বাচন রাজ্যে। আর তার আগে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ।

January 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশেই আছেন। এমন কোনও শক্তি নেই যে বাংলায় মমতাকে হারাতে পারে। ফলে আগামী নির্বাচনে ফের ক্ষমতায় আসবে তৃণমূল। এবং তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী হবেন মমতাই। উনিশের লোকসভা নির্বাচনে যে ঝাড়গ্রামে তুলনামূলক ভাল ফল করতে সক্ষম হয়েছিল বিজেপি, এবার সেখানে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

প্রসঙ্গত, চলতি বছরেই বিধানসভা নির্বাচন রাজ্যে। আর তার আগে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহে আজ বৃহস্পতিবার ঝাড়গ্রামে সভা করতে যান পার্থ চট্টোপাধ্যায়। সেখানে সমস্ত আদিবাসী মানুষকে একজোট হওয়ার বার্তা দেন তিনি। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেন। রাজ্যের মন্ত্রীর দাবি, ঝাড়গ্রামে বিজেপি শূন্য পাবে। ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে মিথ্যা প্রচার করে কোনও লাভ নেই বলেই দাবি তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen