‘বাংলায় নিশ্চয়ই আবার মমতার সরকার হবে’, সংসদ চত্বরে দাঁড়িয়েই ভবিষ্যদ্বাণী জয়া বচ্চনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: সমাজবাদী পার্টির (SP) সাংসদ হলেও তিনি যে মনেপ্রাণে বাঙালি, তা আরও একবার প্রমাণ করলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। শুক্রবার সংসদ চত্বরে দাঁড়িয়ে বাংলার প্রতি বঞ্চনা এবং বাঙালি মনীষীদের অপমানের বিরুদ্ধে সরব হলেন তিনি। সেই সঙ্গেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026) নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন জয়া। তাঁর সাফ কথা, ‘‘বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই হবে।’’
এদিন সংসদ চত্বরে ১০০ দিনের কাজের (MNREGA) নাম পরিবর্তন এবং বাঙালি মনীষীদের অপমানের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল সাংসদরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক থাকা জয়া বচ্চনও সেই বিক্ষোভে সামিল হন। তৃণমূল সাংসদদের সঙ্গে গলা মেলান রবিগানেও। জন্মসূত্রে বাঙালি জয়া ভাদুড়ি (বচ্চন) এদিন স্পষ্ট করে দেন, প্রবাসী হলেও বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান অটুট।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবং বিরোধীদের কটাক্ষের জবাব দিতে গিয়ে জয়া বচ্চন বলেন, ‘‘যত অপমান করবে, তত বাংলার লোকেদের মনোবল আরও বাড়বে।’’ এরপরেই আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘‘বাংলায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিশ্চয়ই হবে। নিশ্চয়ই হবে।’’
বাংলার রাজনৈতিক সচেতনতা এবং দূরদর্শিতা নিয়েও এদিন মন্তব্য করেন সমাজবাদী পার্টির এই প্রবীণ সাংসদ। গোপালকৃষ্ণ গোখলের বিখ্যাত উক্তি ‘হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে…’-এর সুর টেনেই তিনি বলেন, ‘‘দেশের পলিসি আগে ভেবে নেয় বাংলার মানুষ। আগে চিন্তা করে নেয়। আগে বলে দেয় কী হবে। বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়।’’