দিল্লি সফরে প্রধানমন্ত্রী – রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এছাড়াও জাতীয় স্তরের বিরোধী নেতাদের সঙ্গেও তাঁদের বৈঠক হবে।

July 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী (Prime Minister) ও রাষ্ট্রপতির (President of India) সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কার্যত ফায়ারিং মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। বারবার বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন। সেই সঙ্গে জানান, তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিলেন। তাঁকে সময় দেওয়া হয়েছে। কিন্তু কবে সাক্ষাতের সময় সেটা জানাননি।

এছাড়াও জাতীয় স্তরের বিরোধী নেতাদের সঙ্গেও তাঁদের বৈঠক হবে। শরদ পাওয়ার (Sharad Pawar), সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল। মুখ্যমন্ত্রী জানান, অনুমতি মিললে তিনি সংসদ ভবনেও যেতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen