এ মাসের শেষে পুরুলিয়া, বাঁকুড়ায় কর্মিসভা মমতার

তিন দিনের এই সফরে প্রশাসনিক বৈঠকও হতে পারে।

May 21, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

মে মাসের শেষে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মে পুরুলিয়ায় (Purulia) দলের কর্মীদের নিয়ে কর্মিসভা করবেন তিনি। তিন দিনের এই সফরে এরপর প্রশাসনিক বৈঠকও হতে পারে। তবে এখনও সেই কর্মসূচি চূড়ান্ত হয়নি। পয়লা জুন বাঁকুড়ায় (Bankura)যেতে পারেন মুখ্যমন্ত্রী।

পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা রয়েছে আগামী ৩১ মে সকাল ১০টা নাগাদ। এর পর সেখানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন কি না সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেই জানা গিয়েছে।

রাজ্যের পূর্ত এবং আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক শনিবার কর্মিসভার স্থল চূড়ান্ত করতে পুরুলিয়ায় পৌঁছন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম পুরুলিয়ায় পা রাখবেন মমতা। সোশ্যাল সাইটে কর্মিসভাকে ঘিরে প্রচার শুরু করে দিয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল। পুরুলিয়া থেকে বাঁকুড়ায় যাবেন মমতা। এখনও পর্যন্ত খবর, ৩১ মে দুপুরে বাঁকুড়ায় পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ জুন কর্মিসভা করবেন তৃণমূল সুপ্রিমো ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen