স্প্যানিশ ছোঁয়া ময়দানেও? মাদ্রিদে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফরে গিয়ে প্রথমেই বৈঠকে বসবেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ়ের সঙ্গে

September 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লা লিগার খ্যাতি বিশ্ব জোড়া। পৃথিবীর সেরা ফুটবলারা এই লিগ খেলেন বা লা লিগা নতুন নতুন তারকার জন্ম দেয়। এবার লা লিগার হাত ধরে বাংলার ফুটবলে জোয়ার আসতে চলেছে? এরকমই জল্পনা শুরু হয়েছে ময়দায়ে। কারণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফরে গিয়ে প্রথমেই বৈঠকে বসবেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ়ের সঙ্গে। ১৪ সেপ্টেম্বর সেই বৈঠক হওয়ার কথা।

এক্স হ্যান্ডেলে লা গিলা যে ক্যালেন্ডার প্রকাশ করেছে, সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়েছে। জানা যাচ্ছে, বাংলার ফুটবলের উন্নতিকল্পে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি ‘মউ’ সাক্ষরিত হতে পারে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার তিন প্রধানের কর্তারা। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ওই বৈঠকে থাকার কথা ছিল ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীরও। কিন্তু সুনীলের পক্ষে তাঁর সদ্যোজাত সন্তান এবং স্ত্রী সোনমকে ছেড়ে বিদেশে যাওয়া সম্ভব হচ্ছে না বলেই এখনও পর্যন্ত খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen