৫ ডিসেম্বর সব জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন মমতা

ডিসেম্বরের প্রথমেই মেদিনীপুরে জনসভা করতে চলেছেন মমতা।

November 29, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়া এবং মিহির গোস্বামীর দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর দলের অভ্যন্তরীণ সমস্যা পর্যালোচনা করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে খবর, আগামী ৫ ডিসেম্বর সমস্ত জেলা সভাপতির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন মমতা। দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতেই মমতার ওই বৈঠক। এর আগে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সরকারের কাজের পাশাপাশি তিনি এ বার দলীয় কাজেও বেশি করে নজর দেবেন। সেই মতো ডিসেম্বরের প্রথমেই মেদিনীপুরে জনসভা করতে চলেছেন মমতা।

একুশের নির্বাচনকে সামনে রেখে এবং বর্তমানে তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে মমতার এই বৈঠক অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের (Trinamool) একাংশের মতে, দলের মধ্যে থেকে কোনও রকম দ্বন্দ্ব বরদাস্ত করবেন না নেত্রী। সূত্রের খবর, দলে আছেন অথচ ভিতরে ভিতরে বিজেপির (BJP) সঙ্গে যোগাযোগ রাখছেন এমন নেতাদেরও সতর্ক করতে তৎপর হয়েছেন মমতা। জানা গিয়েছে, দলীয় কর্মীদের মনোভাব বুঝতে জেলা নেতাদের কাছ থেকে আগাম একটি রিপোর্টও নিতে চান মমতা। সেই রিপোর্টের ভিত্তিতে রোডম্যাপ প্রস্তুত করে ডিসেম্বর থেকে জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী। ওই সফরে প্রশাসনিক সভার পাশাপাশি থাকবে রাজনৈতিক সভাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen