রেলের আমন্ত্রণে মমতার সাড়া না-দেওয়ার সম্ভাবনা, নেপথ্যে কোন, কোন কারণ থাকতে পারে?

মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলের আমন্ত্রণে সাড়া না দেওয়ার কী কারণ থাকতে পারে?

August 18, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: আগামী শুক্রবার ২২ আগস্ট কলকাতায় নতুন তিন মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এমনই জানা যাচ্ছে সূত্র মারফত। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রেল জানিয়েছে, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীও উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত না-থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলের আমন্ত্রণে সাড়া না দেওয়ার কী কারণ থাকতে পারে?

বিজেপি সরকারের মদতে বাংলা ভাষা ও বাংলাভাষীদের উপর ভিনরাজ্যে ভাষাসন্ত্রাসের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে ওই কেন্দ্র সরকারের কর্তাদের সঙ্গে একাসনে বসতে চান না মুখ্যমন্ত্রী।

রেলের এই প্রকল্পগুলি রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা করা। অর্থ বরাদ্দও তিনিই করেছিলেন। এতদিন ধরে ঢিমেতালে কাজ করে এখন ভোটের আগে উদ্বোধন করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। চিঠি পাঠিয়ে রুটিন আমন্ত্রণ করা হয়েছে মুখ্যমন্ত্রীকে। রেলমন্ত্রী হয়ে বঙ্গে অসংখ্য কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ আজ তার সুফল পাচ্ছেন। তাঁর শুরু করা বহু প্রকল্প কেন্দ্রের বাংলা বিরোধী চক্রান্ত সহ একাধিক ঘটনার জেরে নষ্ট হয়েছে। তাঁর সময়ে শুরু কিছু কাজ, কাল বিলম্ব করে ছাব্বিশের ভোটের আগে উদ্বোধন করছে বিজেপি শাসিত সরকার।

অতীতে সাংবিধানিক পদকে সম্মান দিয়ে কেন্দ্রের অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি সমর্থকরা সরকারি অনুষ্ঠানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা, অপমানজনক আচরণ করেছিলেন। নতুন করে তাদের সেই ধরনের আপত্তিকর কাজের সুযোগ দেওয়া হবে না।

বাংলার বিরুদ্ধে বিজেপির যাবতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপি ভোটে পরাজিত হয়, তাই বাংলাকে বঞ্চনা, প্রাপ্য টাকা বন্ধ এসব বিভিন্ন অভিযোগ তো ছিলই। প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপের পর এখন যোগ হয়েছে বাংলা ভাষার প্রতি সন্ত্রাস। বাংলা বললেই ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।

‘অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দিয়ে হয়রান করা হচ্ছে বাংলাভাষী ভারতীয় বাঙালিদের। এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার তৎপর। তৃণমূল কংগ্রেস সংসদে এবং রাজপথে আন্দোলন করছে। অনুপ্রবেশকারী রোখার ব্যর্থতার দায় কেন্দ্রের। এমন পরিস্থিতিতে রেলের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপির নয়া ভাষ্য তৈরির চিত্রনাট্যে সামিল হবেন না বাংলার মুখ্যমন্ত্রী।

রেলমন্ত্রী হিসাবে মমতা বাংলায় যা যা করে গিয়েছেন, তা অনন্য। উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সাগর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত নতুন রেল, নতুন রুট, নতুন লাইন, নতুন স্টেশন, নতুন প্রকল্প হয়েছে, বিপুল কর্মসংস্থান হয়েছে, যা অতীতে হয়নি। তাঁর শুরু করা প্রকল্পে, বরাদ্দ করা টাকায় এতকাল পর বিজেপি উদ্বোধন করে নিজেদের নাম লেখানো ফলক বসাতে চায়, সেটা সংকীর্ণ রাজনীতি বই কিছুই নয়। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে যাবেন না। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সংশ্লিষ্ট এলাকায় প্রচার করে বাস্তব তুলে ধরবে। প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কথা তুলে ধরবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen