আজ হলদিয়ায় মোদীর অনুষ্ঠানে থাকবেন না মমতা

শনিবার শেষ মুহূর্তে সেই অনুষ্ঠানে মমতা থাকবেন না বলে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।

February 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রধানমন্ত্রীর দফতরকে রাজ্যের তরফে একথা জানিয়ে দেওয়া হয়েছে।

রবিবার হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার জন্য মোট ব্যায়বরাদ্দ প্রায় ৪,০০০ কোটি টাকা। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানে হাজির থাকার কথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীরও। শনিবার শেষ মুহূর্তে সেই অনুষ্ঠানে মমতা থাকবেন না বলে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।

গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে শেষবার দেখা হয়েছিল প্রধানমন্ত্রীর ও মুখ্যমন্ত্রীর। যেখানে মুখ্যমন্ত্রীর নাম বক্তব্য রাখার জন্য ঘোষণা হতেই উঠেছিল রাজনৈতিক স্লোগান। এতে ক্ষুব্ধ মমতা ভাষণ বয়কট করেন। তবে গোটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গেই ছিলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen