নিজের লেখা ও সুরারোপিত গানে তৃতীয়ার শুভেচ্ছা জানালেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৯: আজ তৃতীয়া। দেবীপক্ষের আজ তৃতীয় দিন। এদিনও নিজের লেখা ও সুর করা গানে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। X হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘‘সেই মানুষই আসল মানুষ/যার জীবন সবার তরে/সেই মানুষই নিজের মানুষ/যারা সমাজ তৈরি করে। সকলকে জানাই তৃতীয়ার আন্তরিক শারদ শুভেচ্ছা।”
গানটি গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়। গানের কথাগুলো হল, ‘‘সেই মানুষই আসল মানুষ/যার জীবন সবার তরে/সেই মানুষই নিজের মানুষ/যারা সমাজ তৈরি করে।” মহালয়ার দিন প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গানের অ্যালবাম, ‘দুর্গা অঙ্গন’। গানটি সেই অ্যালবামের অন্তর্ভুক্ত।
প্রতি বছর দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গানের অ্যালবাম প্রকাশিত হয়। এবারেও তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। গানগুলো গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তীদের মতো শিল্পীরা। তারই একটি গান আজ X হ্যান্ডলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
