“এক মুঠো ফুল”-এ বিজয়া দশমীর শুভেচ্ছা, নিজের লেখা ও সুরে নতুন গান প্রকাশ মমতার

October 2, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে নতুন গান প্রকাশ করেছেন। ‘এক মুঠো ফুল দাও না মাগো…’ শিরোনামের গানটি তিনি নিজে লিখেছেন ও সুর করেছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্ট করা হয় এবং এটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

<blockquote class=”twitter-tweet”><p lang=”bn” dir=”ltr”>&quot;এক মুঠো ফুল দাও না মাগো এক মুঠো ফুল দাও…..&quot;<br><br>সকলকে জানাই ৺বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। <br><br>এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং জিৎ গাঙ্গুলীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি। <a href=”https://t.co/ccyIuexxCD”>pic.twitter.com/ccyIuexxCD</a></p>&mdash; Mamata Banerjee (@MamataOfficial) <a href=”https://twitter.com/MamataOfficial/status/1973606367337316583?ref_src=twsrc%5Etfw”>October 2, 2025</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

উমার ফিরে যাওয়ার সময়ের বিষাদের আবহ। এক বছরের অপেক্ষার অনুভূতির সঙ্গে নতুন গানটি মিলিয়ে বাংলার মানুষকে বিশেষ করে উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানানো হয়েছে। গানটি ৩ মিনিট ৩০ সেকেন্ড দীর্ঘ। এর আগে উৎসবের শুরুতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এইবার পুজোয় মোট ১৭টি তার লেখা ও সুর করা গান মুক্তি পাবে।

প্রতিবছরই পুজোর সময় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়। এই বছরের গানগুলিতে গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য ও জিৎ গঙ্গোপাধ্যায়সহ স্বনামধন্য শিল্পীরা। বৃহস্পতিবারের নতুন গানটি তাই দশমীর দিনে পুজোর আবহকে আরও বিশেষ মাত্রা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen