‘ওঠো বজ্র কণ্ঠে’,বাংলা ভাষার সম্মান রক্ষায় গান বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন দুর্গাপুজোয় প্রকাশিত হতে চলেছে তাঁর লেখা ১৭টি গান। এর মধ্যেই বাংলা ভাষার অস্মিতা নিয়ে লেখা গানটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।

September 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫১: বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষার উপর ক্রমাগত আক্রমণ ও অপমানের বিরুদ্ধে এবার গানের সুরে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেই তিনি তুলে ধরলেন এক নতুন বার্তা – বাংলা ভাষা ও সংস্কৃতির সম্মান রক্ষায় গানে গানে জাগরণ। তাঁর লেখা নতুন গান, ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান…’ ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাক্‌যুদ্ধ হয়। মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপিকে ‘বাংলা বিরোধী’ বলে আক্রমণ করেন। সেই উত্তপ্ত পর্বের পরই বিধানসভা স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে এক ভিন্ন মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি নিজের লেখা কবিতা আবৃত্তি করেন, হাসি-ঠাট্টায় মাতেন এবং জানান, “মাঝেমাঝে হালকা হাসি ঠাট্টা করা দরকার।”

অনুষ্ঠানে তিনি আরও জানান, ইতিমধ্যেই তিনি দেড় হাজারেরও বেশি কবিতা লিখেছেন। আসন্ন দুর্গাপুজোয় প্রকাশিত হতে চলেছে তাঁর লেখা ১৭টি গান। এর মধ্যেই বাংলা ভাষার অস্মিতা নিয়ে লেখা গানটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। মুখ্যমন্ত্রীর কথায়, “ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, তা আমাদের আত্মপরিচয়ের প্রতীক।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen