শতবর্ষে টালা প্রত্যয়, থিম সং লিখলেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: কলকাতার দুর্গাপুজো মানে অভিনব ভাবনা, হরেক থিমের সমাহার। এবার সেই অনন্য থিমের অধ্যায় যোগ হল উত্তর কলকাতার টালা প্রত্যয় দুর্গাপুজো। শতবর্ষে পা দেওয়া এই পুজোর থিম সং (Tala Prattoy Theme song) লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গানটি গেয়েছেন রাজ্যের পর্যটন ও তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।
বুধবার প্রকাশিত হয় গানের মিউজিক ভিডিও। থিমের নাম ‘বীজ আঙন’। আয়োজকদের তরফে ধ্রুবজ্যোতি বসু শুভ জানান, “টালা প্রত্যয়ের শতবর্ষে ‘বীজ অঙ্গন’ (Bij Angan) হল বাংলা ও দুর্গাপুজোর ঐতিহ্যের প্রতি আমাদের শ্রদ্ধা। মাননীয়া মুখ্যমন্ত্রী নিজে এই গান লিখেছেন, যা ইন্দ্রনীল সেন দারুণভাবে পরিবেশন করেছেন। আমরা সত্যিই সম্মানিত।”
ধ্রুবজ্যোতি আরও জানান, বীজ জীবনের প্রতীক। প্রকৃতি আর মা দুর্গার মহিমা বীজের মধ্য দিয়েই প্রতিফলিত হবে পুজোর মণ্ডপসজ্জা, প্রতিমা ও প্রতিস্থাপনে।
মুখ্যমন্ত্রীর কাছে পুজোর থিম সং (গান) লেখা নতুন কিছু নয়। প্রতিবছরই তিনি একাধিক ক্লাব ও পুজো উদ্যোক্তার জন্য গান লেখেন।
টালা প্রত্যয় দুর্গাপুজো বরাবরই পুরস্কারজয়ী। শতবর্ষে মুখ্যমন্ত্রীর লেখা গান সেই ঐতিহ্যকে আরও এক ধাপ সমৃদ্ধ করল বলে মনে করছেন আয়োজকেরা।