সোমবার দলের সাংসদদের নিয়ে বিশেষ ভার্চুয়াল বৈঠক ডাকলেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১১:৪৫: বাদল অধিবেশন চলছে। SIR ইস্যুতে বার বার উত্তাল হচ্ছে সংসদ। তৃণমূল সহ বিরোধী সাংসদেরা প্রতিবাদে সরব হয়েছেন। প্রায় প্রতিদিনই সংসদের ভিতরে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বাংলার তৃণমূল সাংসদেরা। এই আবহে আগামীকাল সোমবার, ৪ আগস্ট দলের সব সাংসদদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই জানা যাচ্ছে দলীয় সূত্র মারফত।
শোনা যাচ্ছে, রাজ্যসভা ও লোকসভা; উভয় কক্ষের সাংসদদেরই সোমবার বিকেলের বৈঠকে ডেকেছেন দলনেত্রী। ভার্চুয়াল মাধ্যমে বৈঠক হবে। সূত্রের খবর, বিজেপি শাসিত রাজ্য বাঙালি হেনস্থা, SIR এবং DVC-র ছাড়া জলে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পারেন তৃণমূল সর্বময় নেত্রী।
আগামী সপ্তাহে হুগলি, মেদিনীপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলে ৬ আগস্ট বাঙালি হেনস্থার প্রতিবাদে ভাষা মিছিল রয়েছে তাঁর। SIR-র প্রতিবাদে আগামী ৮ আগস্ট ইন্ডিয়া শিবিরের কর্মসূচি রয়েছে। তার আগে সাত আগস্ট ইন্ডিয়া শিবিরের বৈঠকও রয়েছে। মনে করা হচ্ছে, সব মিলিয়ে দলের সাংসদদের লড়াইয়ের সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, কেমন হবে SIR-র বিরুদ্ধে আন্দোলন, সেই রণকৌশল ঠিক করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।