দিল্লি বিস্ফোরণে মৃত্যু নিয়ে শোকপ্রকাশ মমতার
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৩: দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু এবং আহত অন্তত ৩০ জন। এই ঘটনায় শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাতেই X (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী লেখেন, “নয়াদিল্লির মর্মান্তিক বিস্ফোরণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সহানুভূতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
Deeply shocked to hear about the tragic blast in New Delhi. My heart goes out to the families who have lost their loved ones and I pray for strength and a swift recovery for all those injured.
— Mamata Banerjee (@MamataOfficial) November 10, 2025
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘটনাটির বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। সূত্রের খবর, ঘটনার পরেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ঘটনার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দিকে, আইবি চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেন বলে জানা গিয়েছে।
রাজধানীতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই দেশজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দারা ঘটনার তদন্তে নেমেছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।