বাংলাজুড়ে ছোট ব্যবসার উন্নতিসাধনে উৎসাহমূলক প্রকল্প আনছে রাজ্য

উৎসাহমূলক স্কিমের আওতায় কারখানা শুরুর সময় দুই ধাপে আর্থিক সাহায্য পাওয়া যাবে। রাজ্যের আধিকারিকদের মতে, উৎসাহমূলক স্কিম চালু হলে বাংলায় প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে

September 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার বাংলাজুড়ে ছোট ব্যবসার উন্নতিসাধনে উদ্যোগী রাজ্য। ছোট ব্যবসায় সাধারণ মানুষকে আগ্রহী করে তুলতে উৎসাহ প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার। নয়া এই প্রকল্পের আওতায় মাছ, মাংস, দুধ, পোলট্রি, বেকারি, কেক-পেস্ট্রি, মশলা, চালকল, গমকল, তেলকল, ডাল, আনাজপাতি, ফল, মধু, মাশরুমসহ খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন সম্পর্কিত ব্যবসাগুলি থাকবে।

শিল্পের জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে সাহায্য করবে রাজ্য। রাজ্যের তরফে যন্ত্রের দামের উপর ৪০ শতাংশ পর্যন্ত উৎসাহমূলক নগদ সাহায্য মিলবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য বা ভর্তুকি দেবে রাজ্য, সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা মূল্যের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আর্থিক সহায়তা মিলবে। উৎসাহমূলক স্কিমের আওতায় কারখানা শুরুর সময় দুই ধাপে আর্থিক সাহায্য পাওয়া যাবে। রাজ্যের আধিকারিকদের মতে, উৎসাহমূলক স্কিম চালু হলে বাংলায় প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে। 

কেন্দ্রের আওতায় একদা এমন একই প্রকল্প চালু ছিল, কিন্তু মোদী আমলে তা বন্ধ হয়ে যায়। এবার উদ্যোগ নিতে চলছে রাজ্য।একেবারে ছোট শিল্পগুলিকে (Small Industry) ভর্তুকি দিয়ে চাঙ্গা করতে চাইছে রাজ্য। সেই কারণে নয়া প্রকল্প আনা হয়েছে। জেলা স্তরে ইতিমধ্যেই কমিটি গড়া হয়েছে। তবে কর্পেরেশন এলাকায় এই প্রকল্পের সাহায্য মিলবে না। স্বল্প পুঁজিতে ব্যবসা (Business) করতে বা শিল্প গড়তে ব্যাঙ্কঋণ পেতে অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। এই স্কিম চালু হলে আর সে সমস্যা হবে না বলেই আশাবাদী রাজ্য। বেশি সময়ই ব্যাঙ্কগুলি ঋণ খেলাপের ভয় পায় ঋণ দিতে চায় না। সেক্ষেত্রে ব্যাঙ্কে সরাসরি ভর্তুকির টাকা চলে গেলে, সে সমস্যা আর থাকবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen