নিজের লেখা ও সুর করা গানে রাজ্যবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছা মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া। আজ, ভ্রাতৃ দ্বিতীয়া উপলক্ষ্যে সমাজ মাধ্যমে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী নিজের কথায় ও সুরে একটি গান শেয়ার করেন সমাজ মাধ্যমে। তিনি লেখেন, ‘‘ভ্রাতৃ দ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা। আমার কথা ও সুরে, ঐতিহ্যর কণ্ঠে ছোট্ট নিবেদন।”
নিজের X হ্যান্ডেলে ২৫ সেকেন্ডের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছেন তিনি। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ মঙ্গলদ্বীপে জ্বলুক শিখা’, গানটি প্রকাশ করেছেন তিনি। এই গানটি গেয়েছেন গায়িকা ঐতিহ্য। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী নিজের লেখা গানে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। কালীপুজোতেও তাঁর একটি গান প্রকাশ পেয়েছিল।