LIVE SIR Rally: রেড রোডে পদযাত্রায় সংবিধান হাতে হাঁটছেন মমতা, রয়েছে SIR ‘আতঙ্কে’ মৃতদের পরিজনরাও

November 4, 2025 | 2 min read
Published by: Saikat

 

SIR প্রক্রিয়া শুরু হয়েছে বাংলায়। মঙ্গলবার থেকে BLO-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এই পরিস্থিতিতে কলকাতার রাজপথে প্রতিবাদী পদযাত্রার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ধর্মতলার আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিলে অংশ নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রইল মিছিলের প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট

১৫.৪৬: মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা ও সুর করা গান বাজছে মিছিলে। রেড রোড ধরে এগিয়ে চলেছে মিছিল।

১৫.২২: তৃণমূলের প্রতিবাদী মিছিলে দলের জনপ্রিয় বিধায়ক ও সাংসদদের সঙ্গে পা মিলিয়েছেন টেলিভিশন জগতের পরিচিত মুখরাও। উপস্থিত ছিলেন মধুবনী গোস্বামী, বিভান ঘোষ, মিষ্টি সিং, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দোলন রায়, রূপাঞ্জনা মিত্র, প্রিয়া পাল-সহ আরও অনেক শিল্পী।

১৫.১৯: SIR-এর বিরুদ্ধে প্রতিবাদী পদযাত্রার অগ্রভাগে সংহতির বার্তা নিয়ে হাঁটছেন মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরাও রয়েছে এই কর্মসূচিতে।

১৫.১০: হাজার হাজার কর্মী-সমর্থক পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন, তাঁদের হাতে বিজেপি বিরোধী নানা স্লোগান লেখা পোস্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার অপেক্ষায় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে রয়েছে জনতার ঢল।

১৫.০২: রানি রাসমণি অ্যাভিনিউ, ডোরিনা ক্রসিং, সেন্ট্রাল অ্যাভিনিউ পেরিয়ে মিছিল এগিয়ে যায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির তোরণ পর্যন্ত, যেখানে তৈরি হয়েছে সভার মঞ্চ। মিছিলের মধ্যমণি ছিলেন তৃণমূল নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁদের পিছনে ছিলেন সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ এবং তৃণমূলের নেতা-কর্মীরা।

১৪.৪৫: এই পদযাত্রার মূল বার্তা “একজনও বৈধ ভোটার বাদ পড়লে, হবে তীব্র আন্দোলন।” মিছিলের আবহে বাজছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গান, কণ্ঠে ইন্দ্রনীল সেন। রাজনৈতিক প্রতিবাদের পাশাপাশি, এই কর্মসূচি যেন সংবিধান ও গণতন্ত্র রক্ষার এক প্রতীকী যাত্রা।

১৪.৩৮: SIR ঘিরে উদ্বেগে রাজ্যে প্রাণ হারিয়েছেন সাতজন। সেই শোকের ছায়া ছড়িয়ে পড়েছে আজকের তৃণমূলের প্রতিবাদ মিছিলে। প্রিয়জন হারানো কিছু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে। তাঁদের সঙ্গে মিছিল শুরুর আগে একান্তে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১৪.৩২: SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রেড রোড থেকে শুরু হয়েছে তৃণমূলের বিশাল পদযাত্রা। মিছিলের সূচনাস্থলে পৌঁছে বিআর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen