কৃষ্ণনগরে মমতা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি, আজ শেষ হচ্ছে ইনিউমারেশন পর্ব, নজরে কোন কোন খবর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: কৃষ্ণনগরে মমতা
বনগাঁ, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহারের পর আজ নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে দুপুর ১২টায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার আগে জেলা উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনের কর্তাদের বিশেষ নির্দেশিকা দিতে পারেন মুখ্যমন্ত্রী। SIR আবহে কী বার্তা দেন মমতা, সেদিকে নজর থাকবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি
আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছেন সূর্যকুমাররা। প্রথম ম্যাচে ১০১ রানের ব্যবধানে জিতেছেন গিলরা। ভারত কি ২-০ ফলাফলে সিরিজে এগিয়ে যেতে পারবে? খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ ইনিউমারেশন পর্ব শেষ হচ্ছে
আজ ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ বিলি এবং সংগ্রহ করেছেন। অনলাইনেও ফর্ম পূরণের কাজ চলছিল। বুধবার দুপুর অবধি ৭ কোটি ৬৬ লক্ষ ৩১ হাজার ৯৩৪টি ফর্ম বিলি হয়েছে। ৭ কোটি ৬৫ লক্ষ ৩১ হাজার ২৭৮টি ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। ৫৫৯৫টি ফর্ম এখনও বিলি করা যায়নি। আজ ফর্ম পূরণের শেষ দিন। এরপর খসড়া তালিকা প্রকাশিত হবে।
কেমন থাকবে শীতের দাপট
হাওয়া জানিয়েছে, আগামী সাত দিন রাজ্যের কোথাও তাপমাত্রার তেমন হেরফের হচ্ছে না। ভরপুর শীতের আমেজ চলবে। বঙ্গে উত্তুরে হাওয়ার গতিও অবাধ। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে।