অপারেশন সিঁদুর নিয়ে বিধানসভায় সঠিক প্রশ্নগুলোই উত্থাপন মমতার, গায়ে তো লাগবেই!

June 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

লিখেছেন: সৌভিক রাজ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:০০: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার জবাবে কড়া প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। দেশের সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে মঙ্গলবার ধন্যবাদ প্রস্তাব আনা হয় রাজ্য বিধানসভায় (Bengal assembly)। প্রস্তাবের আলোচনায় বিজেপি ও মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান বাংলার (Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাঁচ দফা প্রশ্ন তোলেন মমতা। অন্যদিকে, মমতার এহেন প্রশ্নের জেরে বিজেপি বিধায়কেরা রে রে করে ওঠেন। বিধানসভা থেকে ওয়াক আউট করেন পদ্ম পার্টির বিধায়কেরা। শালীনতার মাত্রা ছাড়িয়ে যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয় বিধানসভায়। বলাবাহুল্য, মৌচাকে মমতা ঢিল ছুঁড়ে দিয়েছেন যাতে আঁতে ঘা লেগেছে শুভেন্দু সহ বিজেপির।

মমতার প্রশ্ন, ১) পুলওয়ামার (Pulwama) ঘটনা থেকে দেশের নিরাপত্তা (security) এজেন্সিগুলি কেন শিক্ষা নিল না?
২) পহেলগাঁওয়ে হামলা চালানো চারজন জঙ্গিকে এখনও ধরা গেল না কেন?
৩) এটা কি সরকারের (মোদী সরকার) (Modi Government) ব্যর্থতা নয়?
৪) বড় সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর (Kashmir) দখল করার, পারল না কেন?
৫) ভোট এলেই একটা পুলওয়ামা করতে হবে? এটা যেন না হয়।

এই মুহূর্তে দেশের সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে যেকোনও মঞ্চকে ব্যবহার করে কিস্তিমাত করতে পারেন, তা আর বলার অপেক্ষা রাখে না। মমতার পাঁচ প্রশ্নে কার্যত বেসামাল বিজেপি (BJP)। পহেলগাঁওয়ে হামলা আদপে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ মোদী সরকার দেশ ও দেশবাসীকে রক্ষা করতে ডাহা ফেল করেছে তা ফের একবার বুঝিয়ে দিলেন মমতা। পুলওয়ামার ঘটনা থেকেও যে মোদী সরকার শিক্ষা নেয়নি তাও মনে করাতে ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী।

চারজন জঙ্গি আজও ধরা পড়েনি। এ প্রশ্ন তুলে মমতা ফের একবার প্রমাণ করে দিলেন অপরাধীকে ধরতে পারেনি বিজেপি সরকার। অপারেশন সিঁদুরকে (Operation Sindoor) মোদী হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলছেন তাও স্পষ্টভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন পিওকে উদ্ধার করা গেল না, তা নিয়েও মোদী সরকারকে পাল্টা আঘাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন, সরকারের ব্যর্থতা নিয়ে। ধাক্কা খেয়েছে মোদীর বিশ্বগুরু ইমেজও।

পুলওয়ামার পর বালাকোটে সার্জিকাল স্ট্রাইককে (surgical strike) রাজনৈতিক মঞ্চে ব্যবহার করেছিল বিজেপি। বছর ঘুরলেই বাংলায় ভোট। ছাব্বিশের ভোটের আগে অপারেশন সিঁদুরকে নিয়ে জাতীয়তাবাদের জিগির তুলে রাজনীতির রুটি সেঁকতে চাইবে বিজেপি। তাই আগে ভাগেই সে সম্ভাবনা ভেস্তে দিতে চেয়েছেন মমতা। সাফ কথায়, মঙ্গলবার বিধানসভায় সিঁদুর নিয়ে অন্তত বঙ্গের প্রেক্ষিতে বিজেপিকে সাইড লাইনের বাইরে বের করে দিয়েছেন মমতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen