মমতা ৩.০ – মন্ত্রিসভায় কারা? জল্পনা তুঙ্গে
সুবক্তা হিসেবে পরিচিত বারাকপুর শিল্পাঞ্চলেরই আর এক বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেওয়া নিয়ে আলোচনা চলছে। দক্ষিণ ২৪ পরগনায় এবার তৃণমূলের ফল ভালো হয়েছে। ফলে এই জেলা থেকেও একাধিক মুখ মন্ত্রিসভায় আসতে চলেছে বলে খবর।

বাংলার মানুষের ‘পাহারাদার’ তিনি… দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনতার রায়ে তৃতীয়বারের জন্য পা রেখেছেন নবান্নের অলিন্দে। স্পষ্ট জানিয়েছেন, করোনার জেরে বর্তমান উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করাই তাঁর প্রধান লক্ষ্য। আর সেই নিরিখেই আগামীর লক্ষ্যে টিম সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী। যেখানে অভিজ্ঞতার মিশেল যেমন থাকবে, তেমনই থাকবে নতুন মুখ। ৫ মে অনাড়ম্বরভাবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এক মুহূর্ত দেরি করেননি। ঝাঁপিয়ে পড়েছেন করোনা পরিস্থিতির মোকাবিলায়। অপেক্ষা এখন সোমবারের। সেদিনই শপথ নেবেন তাঁর মন্ত্রীরা। ২ মে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এবার কোন কোন বিধায়ক মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন। এমনকী বৃহস্পতি ও শুক্রবার বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সেই চত্বরেই জোর চর্চা চলে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে। যদিও কারা থাকবেন মন্ত্রিসভায়, তার সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে তার আগে বেশ কয়েকটি নাম নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে। আগের সরকারে যে মন্ত্রীরা ছিলেন, তাঁদের অনেককে এবারও রাখা হচ্ছে বলে খবর। তবে কলকাতার এক বর্ষীয়ান বিধায়ক মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না বলে শোনা গিয়েছে। একইসঙ্গে কলকাতার লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলা থেকে এবারও একাধিক মন্ত্রী থাকবেন। বারাকপুর শিল্পাঞ্চল থেকে তরুণ প্রজন্মের এক মুখ মন্ত্রিসভায় আসতে চলেছেন বলে শোনা যাচ্ছে। সুবক্তা হিসেবে পরিচিত বারাকপুর শিল্পাঞ্চলেরই আর এক বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেওয়া নিয়ে আলোচনা চলছে। দক্ষিণ ২৪ পরগনায় এবার তৃণমূলের ফল ভালো হয়েছে। ফলে এই জেলা থেকেও একাধিক মুখ মন্ত্রিসভায় আসতে চলেছে বলে খবর।
পাশাপাশি মালদহ, মুর্শিদাবাদ জেলাকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই দুই জেলাতেও এবার তৃণমূলের ফল ভালো। মালদহ জেলায় যুব সমাজের প্রতিনিধি স্বরূপ এক মহিলা বিধায়কের মন্ত্রিসভায় আনা নিয়ে জোর জল্পনা চলছে। এই জেলা থেকেই রেকর্ড ব্যবধানে জিতে একুশের নির্বাচনে ‘ফার্স্ট বয়’ তৃণমূলের এক বিধায়ক। অভিজ্ঞতার নিরিখে তাঁকে মন্ত্রিসভায় আনা হতে পারে। মুর্শিদাবাদ জেলা পেতে চলেছে এবার একাধিক মন্ত্রী। এই জেলা থেকে আগে কংগ্রেসের টিকিটে একাধিকবার জেতা এক বিধায়ক, যিনি পরবর্তী কালে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাঁর নামও শোনা গিয়েছে। ঝাড়গ্রাম থেকে এক তরুণ প্রজন্মের মুখ মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন বলে খবর। পাশাপাশি পুরুলিয়ার ‘জায়ান্ট কিলার’ তকমা পাওয়া এক বিধায়ককেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে। পশ্চিম মেদিনীপুর থেকে নির্বাচিত এক বিধায়কের নামও আলোচনায় রয়েছে। তিনি অবশ্য আগে মন্ত্রী ছিলেন। তারপর দিল্লির দরবারেও তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি, দীঘা সংলগ্ন এক কেন্দ্রের বিধায়কও মন্ত্রী হচ্ছেন বলে খবর।
উত্তরবঙ্গে যেমন জোর চর্চা চলছে এক বর্ষীয়ান নেতাকে নিয়ে। তিনি আবার একদা বামফ্রন্টের মন্ত্রী ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এলাকা থেকে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এক ক্রিকেটার, হুগলির জেলার প্রাক্তন সাংসদ এবং সিঙ্গুর আন্দোলনের সঙ্গে জড়িত এক নেতার মন্ত্রিসভায় স্থান পাওয়া নিয়ে জোর আলোচনা চলছে। এছাড়া হুগলি থেকে এখন নতুন মুখ এবং হাওড়া গ্রামীণের এক দাপুটে নেতারও নাম রয়েছে আলোচনায়।