“মন দিয়া, সুর দিয়া”, মহাপঞ্চমীতে নতুন গান উপহার মুখ্যমন্ত্রীর

September 27, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৫: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে নতুন গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটির কথা ও সুর তাঁর নিজের, আর গেয়েছেন শিল্পী রূপঙ্কর বাগচী।

গানের পঙক্তি তুলে ধরে তিনি লিখেছেন, “মন দিয়া, সুর দিয়া
মন সাগরের ভোরে আমি তাই
মন সাগরের ভোরে আমি নাই।- সকলকে জানাই মহাপঞ্চমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।”

উল্লেখ্য, এবারের দুর্গাপুজোয় প্রকাশিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা মোট ১৭টি গান। এর মধ্যে রয়েছে বাংলা ভাষার মর্যাদা রক্ষার বার্তাও। সেই গান গেয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।

গান লেখা ছাড়াও কবিতার ক্ষেত্রেও সিদ্ধহস্ত মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ইতিমধ্যেই প্রায় দেড় হাজার কবিতা তিনি লিখেছেন। গান লেখার উদ্দেশ্য প্রসঙ্গে তিনি জানান, মানুষের আনন্দ ও আশার বার্তা পৌঁছে দিতেই তিনি গান রচনা করেন। তাঁর মতে, দুর্গাপুজো সর্বজনীন উৎসব, যেখানে মিলন, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিহিত। সেই বার্তাই তিনি নিজের গানের মাধ্যমে আরও ছড়িয়ে দিতে চান।

 

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen