Mamata Banerjee

খিদিরপুরে পুজো উদ্বোধনে GST ইস্যুতে মোদী সরকারকে কটাক্ষ মমতার, কী বললেন তিনি?

September 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৯: সোমবার থেকে কার্যকর হয়েছে নয়া জিএসটি (GST) হার। পুজোর মরশুমে তা নিয়েই নতুন রাজনৈতিক তাপমাত্রা তৈরি হয়েছে রাজ্যে। খিদিরপুর ২৫ পল্লীর দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের দাবিকে সরাসরি খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতার অভিযোগ, জিএসটি হ্রাসে মোদী সরকারের (Modi Govt) কোনও ভূমিকা নেই। তাঁর বক্তব্য, “এই জিএসটি হ্রান্সে সেন্ট্রাল গর্ভমেন্টের কোনও ক্রেডিট নেই। আমিই প্রথম ইনসিওরেন্স থেকে জিএসটি তোলার দাবি তুলেছিলাম। রান্নার জিরেতে জিএসটি, হিরেতে নয় – এটাই কি ন্যায়বিচার? জীবনদায়ী ওষুধেও কর বসানো হয়েছে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে কটাক্ষ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, “ক্রেডিট নিচ্ছেন একজন, অথচ রাজ্যের টাকা ফেরত দিচ্ছেন না। ১০০ দিনের কাজ, আবাস যোজনা সব বন্ধ করে রেখেছে কেন্দ্র। তাতে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বাংলার।”

জিএসটি-কে কেন্দ্র করে বিজেপির (BJP) প্রচারকে “মিথ্যে” বলে অভিহিত করেন মমতা। তাঁর ঘোষণা, শীঘ্রই রাজ্য সরকার সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত তথ্য জনতার সামনে আনবে।

বাংলা ভাষার মর্যাদা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলা ভাষা আমাদের গর্ব। তাকে অসম্মান করা চলবে না।”

মহালয়ার আগের দিন থেকেই একাধিক পুজো উদ্বোধনে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার বৃষ্টি উপেক্ষা করে খিদিরপুরের প্যান্ডেলে গিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে জিএসটি ইস্যুতে তোপ দাগলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen