একটানা কাজ করছি, রাজনীতি করতে হলে গুলি করুন আমায়: মমতা

May 24, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আম্পানে বিপর্যস্ত গোটা দক্ষিণবঙ্গের বেশিরভাগটাই। আর এরই মধ্যে বিদ্যুৎ নিয়ে দিকে-দিকে শুরু হয়েছে বিক্ষোভ-অবরোধ। এমনকী দক্ষিণ ২৪ পরগনার পরিদর্শনে গিয়েও মমতা বলেছেন, ‘এই সময় উসকানি দেবেন না। কেউ উসকানিতে কান দেবেন না। আপনাদের জন্য সর্বত চেষ্টা করছি।’

নবান্নেও তিনি বলেন, ‘আমরা সাধ্যমতো কাজ করছি। আমি ও আমার টিম কেউ ৩ দিন ঘুমাইনি। দিন-রাত এক করে কাজ করছি। সব দলকে বলব, কিছুদিনের জন্য ক্ষান্ত হন। কাজ করতে দিন। পছন্দ না হলে আমাকে গুলি করুন। নইলে আমার মাথা কেটে নিন।’

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রী জানান, CESC-এর আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তিনি ও মুখ্যসচিব কথা বলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও এরপরই মুখ্যমন্ত্রী পৌঁছে যান CESC-এর কন্ট্রোল রুমে। কেন এত সমস্যা হচ্ছে, তা নিয়ে কথাও বলেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিরোধীদের একাংশ ‘মানুষকে উত্যক্ত করছে’ আর ‘সংবাদমাধ্য়মের একাংশ সেটা বড় করে’ দেখাচ্ছে। বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘শান্ত থাকুন। ক্ষান্ত দিন।’

কাকদ্বীপে মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘আমাদের ₹১ লাখ কোটির ক্ষতি হয়েছে। এরমধ্য়ে কেন্দ্র অগ্রিম হিসেবে ₹১ হাজার কোটি দিচ্ছে। কেন্দ্রীয় দল এলে তাদের আপনারা ভালো করে ক্ষতির হিসাব বোঝাবেন।’

ত্রাণ বণ্টনে কোনও ‘অভিযোগ যাতে না আসে’ তা নিয়ে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘এক পয়সাও যদি এদিক ওদিক হওয়ার অভিযোগ ওঠে আমি DM-কে ধরব৷ আর যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, আমি ছেড়ে কথা বলব না। কড়া অ্যাকশন নেব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen