এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের জন্মদিনে শুভেচ্ছা মমতার

প্রসঙ্গত, কংগ্রেসে থাকাকালীন তিনবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন শরদ পাওয়ার। তিনি মনমোহন সিং সরকারের প্রতিরক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রীও ছিলেন।

December 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

৮১ বছরে পা দিলেন এনসিপি (জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি) সুপ্রিমো শরদ পাওয়ার (Sharad Pawar)। এদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এনসিপি সুপ্রিমোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “শরদ পাওয়ার জিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই! আমি সবসময় আপনার সুস্থ এবং দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করি।”

প্রসঙ্গত, কংগ্রেসে থাকাকালীন তিনবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন শরদ পাওয়ার। তিনি মনমোহন সিং সরকারের প্রতিরক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রীও ছিলেন।

রাজনৈতিক কেরিয়ারে তাঁদের দু’জনেরই অনেক মিল। বিজেপিবিরোধী অবস্থানেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পওয়ার সমমনস্ক। তাঁরা দু’জনেই মনে করেন, বিজেপি-র বিরুদ্ধে বিকল্প রাজনৈতিক শক্তিকে আরও জোরালো হতে হবে। সমমনস্ক দলগুলিকে জোট বাঁধতে হবে। যদিও মমতা মনে করেন কোনও দল যদি লড়তে না চায় তা হলে কিছু করার নেই। সে ক্ষেত্রে বাধ্য হয়েই বাকিদের নিজেদের মতো লড়তে হবে।

এর আগে মুম্বইয়ে শরদজীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেছিলেন, ‘ফ্যাসিজিম চলছে। এর বিরুদ্ধে লড়ার জন্য শক্ত, বিকল্প ফোর্স চাই। কেউ একা করতে পারব না। শরদ সিনিয়র লিডিয়ার। রাজনৈতিক সৌজন্য এবং আলোচনা করতে এসেছি। এক শক্তিশালী বিকল্প চাই। কেউ না লড়লে আমি কী করব? এখন ইউপিএ নেই। কেউ লড়তে না চাইলে কী করব? যে যেখানে শক্তিশালী, তা সেখানে লড়াই করা দরকার। শরদ পাওয়ার যা বলেছেন, আমি সহমত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen