অমিতাভ বচ্চনের জন্মদিনে মমতার শুভেচ্ছা, কী লিখলেন তিনি?

October 11, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩:০৬: ভারতীয় সিনেমার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের নাম অমিতাভ বচ্চন। অভিনয়, ব্যক্তিত্ব ও ব্যারিটন কণ্ঠে তিনি গড়ে তুলেছেন ‘বচ্চন যুগ’। ৮৩ বছরে পা দিলেন বলিউডের ‘শাহেনশাহ’। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে স্মৃতিচারণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শনিবার, X হ্যান্ডেলে মমতা লেখেন—

“অমিতাভ বচ্চনজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! সুস্থ থাকুন। সুখসমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। ১৯৮৪ সালে প্রথমবার সংসদের সদস্য হই দু’জনে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ এবং জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা আপ্লুত। আমাদের উৎসব পরিবারের সদস্য তাঁরা।”

অমিতাভের বলিউড যাত্রা শুরু হয়েছিল একেবারেই সাধারণ জীবন থেকে। কলকাতায় ছোটখাটো চাকরি, রেডিওতে কণ্ঠ দেওয়ার চেষ্টা- সবই ছিল তাঁর জীবনের অংশ। ভারী কণ্ঠের জন্য বেতারে সুযোগ না পেলেও, পরিচালক মৃণাল সেনের ‘ভুবন সোম’ ছবিতে ভয়েসওভারের মাধ্যমে সিনেমায় প্রথম পদার্পণ। এরপর ‘সাত হিন্দুস্থানি’ দিয়ে অভিনয়ে অভিষেক। যদিও শুরুটা ছিল কঠিন, একাধিক ছবি ফ্লপ করে। তবে ‘জঞ্জির’ ও ‘দিওয়ার’-এর পর বদলে যায় ভাগ্য। জন্ম নেয় ‘অ্যাংরি ইয়ংম্যান’ ইমেজ।

সত্তরের দশকে একের পর এক ব্লকবাস্টার- ‘শোলে’, ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘শরাবি’, ‘ইয়ারানা’, ‘মর্দ’ তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে। কিন্তু নব্বইয়ের দশকে আসে ধাক্কা। একের পর এক ছবি ফ্লপ, ব্যবসায় ক্ষতি, আর্থিক সংকট- সব মিলিয়ে কঠিন সময়। কিন্তু অমিতাভ (Amitabh Bachchan) থেমে যাননি। বাস্তব জীবনে ঘটান সিনেমার মতোই প্রত্যাবর্তন।

‘ব্ল্যাক’, ‘পা’, ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবিতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় হন। এই বদলে যাওয়ার ক্ষমতাই তাঁকে করে তোলে অপ্রতিরোধ্য। সিনেমা হোক বা টেলিভিশন, অমিতাভ এখনও সমান সাবলীল। তাঁর কণ্ঠ, ব্যক্তিত্ব ও অভিনয় দক্ষতা আজও দর্শকদের মুগ্ধ করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen