জন্মদিনে কিং খানকে শুভেচ্ছা মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২৫: আজ বলিউডের বাদশাহর জন্মদিন। রাত ১২টার আগেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন “ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার অনবদ্য প্রতিভা ও করিশ্মা ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে চলুক।”
https://x.com/MamataOfficial/status/1984689143591682357?t=2d3Hc6WtrKwh2xTqIVoL-A&s=19
শাহরুখ-মমতা সম্পর্ক বরাবরই আন্তরিক।২০১৪ সালের একটি অনুষ্ঠানে শাহরুখকে নিজের ‘ভাই’ বলে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তাঁর হাতে রাখি বেঁধেছিলেন দিদি নিজে। সেই বন্ধনের উষ্ণতাই ফের ধরা দিল কিং খানের জন্মদিনে।কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বহুবার দিদির আমন্ত্রণে উপস্থিত থেকেছেন বাদশা। এমনকি কিছুদিন আগে ‘কিং’ ছবির শুটিং চলাকালীন গুরুতর আহত হলে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, কামনা করেছিলেন দ্রুত আরোগ্যের।
এদিকে প্রতিবছর শাহরুখের জন্মদিন মানেই ভক্তদের ঢল মুম্বইয়ের মন্নতের সামনে। কিন্তু এই বছর মন্নতে কাজ চলায় সকলেই ভাবছিলেন চেনা ছবি এবারও দেখা যাবে কিনা।শোনা যাচ্ছে, কিং খান এবার জন্মদিন পালন করবেন আলিবাগের ফার্মহাউসে। ইতিমধ্যেই বন্ধু করণ জোহর ও ফারহা খান রওনা হয়েছেন সেখানে। তবে ভক্তদের কথা মাথায় রেখে মন্নতের বারান্দা থেকেই আজ ভক্তদের দেখা দেবেন কিং খান।সূত্রের খবর, এদিন বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরেও নাকি ভক্তদের দর্শন দেবেন তিনি, তাই সেই জমকালো আয়োজনও করেছে মুম্বইয়ের শাহরুখ ফ্যান ক্লাব।