কোভ্যাক্সিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার, কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

অবিলম্বে যাতে কেন্দ্র বিষয়টিতে নজর দেয়, যাতে ছাত্ররা স্ব স্ব ক্যম্পাসে ফিরে যেতে পারেন, সেই ব্যাপারেই চিঠিতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

June 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজই কোভ্যাক্সিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বহু প্রবাসী দেশি পড়ুয়া কোভ্যাক্সিন টিকা নিয়ে রীতিমতো আটকে পড়েছেন। কারণ করোনা টিকা হিসেবে কোভ্যাক্সিনকে (Covaxin) কার্যত গ্রাহ্য করছে না বেশ কয়েকটি দেশ। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। অবিলম্বে যাতে কেন্দ্র বিষয়টিতে নজর দেয়, যাতে ছাত্ররা স্ব স্ব ক্যম্পাসে ফিরে যেতে পারেন, সেই ব্যাপারেই চিঠিতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ছাত্ররাই নয়, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাই একই সমস্যার সম্মুখীন।

চিঠিটি নিজের টুইটার হ্যান্ডেলেও টুইট করেছেন মুখ্যমন্ত্রী।

চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন অবিলম্বেই যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সিনকে মান্যতা দেয় সেটা কেন্দ্রকে দেখতে হবে। অথবা অন্য কোন ব্যবস্থা নিতে হবে যাতে ছাত্ররা সহ অন্যান্য সাধারণ মানুষ নিজের শিক্ষা বা কাজের সূত্রে বিদেশে প্রবেশের অধিকার পান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen