মমতার অভিযোগ সত্য: চরম দুর্নীতিগ্রস্ত রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: রাজ্যের রাজনৈতিক পরিসরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে (Manoj Agarwal) ঘিরে। সম্প্রতি কোলাঘাটের একটি গেস্ট হাউসে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করার পরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই আমলার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন যে তিনি দুর্নীতিগ্রস্ত। মমতা বলেন, মনোজ আগরওয়াল দুর্নীতিগ্রস্ত এবং তার বিরুদ্ধে তথ্য-প্রমাণ রাজ্য সরকারের কাছে রয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশনার দিল্লির সঙ্গে যোগসাজশ করে ভোটার তালিকা সংশোধনের (SIR) নামে এনআরসি (NRC) চালুর চেষ্টা করছিলেন।
এই অভিযোগের পেছনে যে ভিত্তি আছে, তা প্রকাশ পেয়েছে সিবিআইয়ের চার্জশিটে। জানানো হয়েছে, দিল্লি উন্নয়ন পর্ষদের (DDA) সঙ্গে যুক্ত থাকার সময় মনোজ আগরওয়াল প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি কিনেছিলেন, যা তার আয়ের সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। কোটি-কোটি টাকা মূল্যের ছ’টি জমি কিনেছেন তিনি, যার মধ্যে দ্বারকা, গুরগাঁও, নয়ডা এবং কলকাতার অভিজাত এলাকা রয়েছে। অধিকাংশ জমি তার স্ত্রী রুমা আগরওয়ালের নামে কেনা হয়েছে। নয়ডার এক প্রোমোটারের সাহায্য নিয়ে তিনটি জমি বা ফ্ল্যাটও কেনা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
সিবিআই চার্জশিটে আরও জানানো হয়েছে, ১৯৯০ সালের ২০শে অগাষ্ট থেকে ২০০৮ সালের ৩০শে জুন পর্যন্ত মনোজ ও তার স্ত্রী মিলে ৪৫.৮০ কোটি টাকা মূল্যের সম্পত্তি ক্রয় করেন। যদিও তৎকালীন বামফ্রন্ট সরকার তদন্ত এগিয়ে নেওয়ার অনুমতি দেয়নি, ফলে তদন্ত স্থগিত হয়ে যায়। দিল্লির প্রাক্তন ভূমি কমিশনারের অভিযোগের ভিত্তিতেই সিবিআই তদন্ত শুরু করে। এই ঘটনায় মনোজ আগরওয়াল, তার স্ত্রী রুমা এবং শ্বশুর এমপি গর্গের আয়বহির্ভূত সম্পত্তির তথ্যও নজরে আসে।