আজ ঠাকুরনগরে মমতার সভা ও মিছিল, মতুয়াগড় থেকেই SIR-র বিরুদ্ধে সুর চড়াবেন তৃণমূল নেত্রী

November 25, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৯: আজ; মঙ্গলবার, ঠাকুরনগরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) SIR-র প্রতিবাদে সভা করবেন। দুপুরে জনসভা করে ঠাকুরনগরে পদযাত্রা করবেন। মঙ্গলবার হেলিকপ্টারে প্রথমে বনগাঁয় আসবেন মমতা। সেখান থেকে গাড়ি করে চাঁদপাড়া পর্যন্ত যাবেন। চাঁদপাড়া থেকে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে পদযাত্রা, এরপর হেলিকপ্টারেই কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতেও যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

মুখ্যমন্ত্রীর সভা ও পদযাত্রার জন্য নিরাপত্তা ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে বনগাঁ ও ঠাকুরনগরকে। এক হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন রয়েছেন। বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। বনগাঁ-চাকদহ সড়কের উপর মঞ্চ তৈরি করা হয়েছে। হেলিপ্যাড তৈরি হয়েছে গাইঘাটাতে।

এদিন দুপুরে বনগাঁ শহরের ত্রিকোণ পার্ক এলাকায় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার পর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন তিনি। জেলা তৃণমূল নেতৃত্বের মতে, উদ্বাস্তু মতুয়ারা এখন SIR-কে কেন্দ্র করে আতঙ্কিত। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রী আসছেন। সাফ কথায়, SIR বিরোধী আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়ে নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen