TMCP Foundation Day-তে মমতার বার্তা: যুবসমাজই আগামী দিনের আলোকবর্তিকা

কোনও স্বৈরাচারী শক্তিকে বাংলার মাটির সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। গণতন্ত্রের চেতনাকে আঘাত করার কোনও চেষ্টাকেও সফল হতে দেওয়া হবে না।

August 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:২৭: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে (TMCP Foundation Day) সমাজ মাধ্যমে যুব সমাজকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নিজের এক্স (X) হ্যান্ডেল থেকে লেখা পোস্টে তিনি বাংলার ছাত্র-যুব সমাজকে দেশের “অগ্রগতির অগ্রদূত” বলে অভিহিত করেন।

মমতা লেখেন, “তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমি নতজানু বাংলার ছাত্র-যুবদের অদম্য স্পিরিটের কাছে। সভ্যতার ইতিহাসে সব সময়ই জ্ঞানের আলো ও সাহসের জোরে পথ দেখিয়েছে তারুণ্য। আজকের বাংলায়ও তারাই অগ্রগতির অগ্রদূত, সমাজের বিবেক, আগামী দিনের আলোকবর্তিকা।”

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ছাত্র-যুবদের ক্ষমতায়নেই সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে বলেও দাবি করেন তৃণমূল সুপ্রিমো। কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং তরুণের স্বপ্ন প্রকল্পের মতো একাধিক উদ্যোগের কথা তিনি পোস্টে উল্লেখ করেন। সেই সঙ্গে জানান, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে বাংলা আজ সারা দেশের শিক্ষার ক্ষেত্রে এক আলোকবর্তিকা হয়ে উঠেছে।

তৃণমূল নেত্রী অভিযোগ করেন, বিজেপি (BJP) হিংসা ও বিদ্বেষ থেকে বাংলার ভাষাকে (Bengali Language) অপমান করছে, মানুষকে কষ্ট দিচ্ছে এবং রাজ্যের প্রাপ্য অধিকার বঞ্চিত করছে। তাঁর কথায়, “বাংলাকে দুর্বল করার চেষ্টায় ওদের প্রতিটি পদক্ষেপ।”

তবে তিনি স্পষ্ট করে দেন, কোনও স্বৈরাচারী শক্তিকে বাংলার মাটির সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। গণতন্ত্রের চেতনাকে আঘাত করার কোনও চেষ্টাকেও সফল হতে দেওয়া হবে না।

পোস্টের শেষে মমতা লেখেন, “যতদিন বাংলার ছাত্র-যুবকরা সোজা হয়ে দাঁড়িয়ে নির্ভীক থাকবে, ততদিন কোনও জনবিরোধী ষড়যন্ত্র বাংলায় সফল হবে না।” তিনি শেষ করেন “জয় হিন্দ! জয় বাংলা!” স্লোগানে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen