বিরিয়ানির টোপে ব্রিজের মাথা থেকে নামলেন ব্যক্তি, কোন দোকানের- প্রশ্ন সমাজমাধ্যমে

পুলিশের এই পস্তাবে শেষ পযন্ত রাজি হন এবং ব্রিজ থেকে নেমে আসেন সেই ব্যক্তি। এই ব্যক্তি টাইলসের ব্যবসা চালাতেন কিন্তু সম্প্রতি গুরুতর আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিলেন বলে জানা গেছে।

January 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার ৪০ বছর বয়সী একজন ব্যক্তি পার্ক সার্কাসের ব্যস্ত ৪ নম্বর সেতুর একটি লোহার কাঠামোর উপরে উঠেছিলেন, এবং আত্মহত্যা করার হুমকি দিচ্ছিলেন, ফলে ২০ মিনিটেরও বেশি সময় ধরে স্বাভাবিক যানবাহন ব্যাহত হয়েছিল।

নিকটবর্তী করেয়া থানার পুলিশ এবং ইস্ট গার্ডের একটি যৌথ দল সেই করে এলাকায় বসবাসকারী ব্যক্তিকে প্রস্তাব দিয়েছিল তিনি নিচে নামলে তাকে একটি শহরের অন্যতম সেরা একটি দোকান থেকে বিরিয়ানি খাওয়ানো হবে এবং সঙ্গে একটি চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। পুলিশের এই প্রস্তাবে শেষ পযন্ত রাজি হন এবং ব্রিজ থেকে নেমে আসেন সেই ব্যক্তি। এই ব্যক্তি টাইলসের ব্যবসা চালাতেন কিন্তু সম্প্রতি গুরুতর আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিলেন বলে জানা গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen