চতুর্থ ডিভিশনের টিমের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের
ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কিছুতেই কাটছে না।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫০: ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। এবার চতুর্থ ডিভিশনের ক্লাব গ্রিমসবির কাছে লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে চরম লজ্জার হারে বিদায় নিল তারা। বুধবার রাতে ব্লান্ডেল পার্কে ৯ হাজার দর্শকের সামনে রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে হার মানে ২০ বারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক গ্রিমসবি একপ্রকার ছিন্নভিন্ন করে দেয় ইউনাইটেডকে। ২২ মিনিটে চার্লস ভার্নামের জোরালো শট আন্দ্রে ওনানাকে পরাস্ত করলে এগিয়ে যায় তারা। বিরতির আগেই কর্নার থেকে গোলরক্ষকের ভুলে টাইরেল ওয়ারেন স্কোর লাইন ২-০ করে দেন। তৃতীয় ডিভিশন নীচের প্রতিপক্ষের সামনে ইউনাইটেডের শক্তিশালি দল তখন কার্যত দিশাহারা।
দ্বিতীয়ার্ধে কোচ রুবেন আমোরিম বাধ্য হয়ে নামান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ, মাতাইস ডি লিগট এবং নতুন রিক্রুট ব্রায়ান এমবিউমোকে। এমবিউমো দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান কমালেও, আসল নাটক জমে ওঠে শেষ মুহূর্তে। ৮৯ মিনিটে মেসন মাউন্টের কর্নার থেকে হ্যারি ম্যাগুয়্যারের হেডে সমতায় ফেরে ইউনাইটেড। স্টপেজ টাইমে বেঞ্জামিন শেশকো অবিশ্বাস্য সুযোগ নষ্ট করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটে দীর্ঘ ২৬টি স্পটকিকের পর শেষ পর্যন্ত এমবিউমো গোলের বাইরে শট মারলে এই মরশুমের লিগ কাপ থেকে শেষ হয়ে যায় ইউনাইটেডের স্বপ্ন।
এই হারের পর প্রবল চাপের মুখে পড়লেন ম্যান ইউ কোচ আমোরিম। প্রিমিয়ার লিগের মরশুম শুরুতেই কোনো জয় না পাওয়ার কারণে সমর্থকরা আগেই ক্ষুব্ধ ছিলেন।
ইউনাইটেড গোল কিপার ওনানার বাজে পারফরম্যান্স নতুন করে প্রশ্ন তুলেছে তাঁর ভবিষ্যৎ নিয়ে। শোনা যাচ্ছে, বেলজিয়ান গোলকিপার সেনে ল্যামেন্সকে দলে নিতে আগ্রহী ইউনাইটেড। এদিকে গ্রিমসবির সমর্থকদের জন্য এই রাত ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ১৯৪৮ সালের পর প্রথমবার ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয় ছিনিয়ে নিল তারা।