Manhattan: ফের আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব! মৃত পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসও সোশ্যাল মিডিয়া পোস্টে শহরবাসীকে সতর্ক করেন।

July 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৮: আবারও বন্দুকবাজের হানায় রক্তাক্ত হয়ে উঠল মার্কিন মুলুক। মিডটাউন ম্যানহাটন এলাকার এক কর্পোরেট অফিস চত্বরে সোমবার সন্ধ্যায় হঠাৎই গুলিবর্ষণ শুরু করে এক আততায়ী। বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে এক পুলিশ অফিসারও আছে। পুলিশের পালটা আক্রমণে আততায়ীও নিকেশ হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ।

ঘটনাটি ঘটেছে ৩৪৫, পার্ক অ্যাভিনিউ এলাকায়। সেখানে একটি কর্পোরেট বিল্ডিংয়ে একাধিক বড় বড় সংস্থার অফিস রয়েছে। ছুটির সময় অফিস চত্বরে গিয়ে গুলিবর্ষণ শুরু করে আততায়ী। এক পুলিশ অফিসার ও তিনজন নিহত হন। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিচ জানান, একজন বন্দুকবাজ হামলা চালিয়েছে। তার হাতে ছিল একটি রাইফেল। তাকেও খতম করা হয়েছে।

এই ঘটনায় কর্পোরেট অফিসের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা রীতিমতো ভীত। নিউ ইয়র্কবাসীর উদ্দেশে পুলিশের জানায়, “মিডটাউন ম্যানহাটনে একজন বন্দুকবাজ হামলা চালিয়েছে। নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে কেউ যেন ৩৪৫, পার্ক অ্যাভিনিউর আশপাশে না যান এবং যাঁরা অফিসের ভিতরে আছেন, তাঁরা যেন ভিতরেই থাকেন, বাইরে আসবেন না।” এতে আরও আতঙ্ক ছড়ায়। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসও সোশ্যাল মিডিয়া পোস্টে শহরবাসীকে সতর্ক করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen