বরাহনগরের ঘরের মেয়ে সায়ন্তিকার অঙ্গীকারপত্র, কী চমক তাতে? দেখে নিন
১ জুন সপ্তম দফায় বরাহনগরে উপনির্বাচন।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ১ জুন সপ্তম দফায় বরাহনগরে উপনির্বাচন। তৃণমূলের টিকিটে লড়ছেন তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরাহনগরবাসীর জন্য সায়ন্তিকা ‘অঙ্গীকার পত্র’ প্রকাশ করলেন শুক্রবার। যা আদতে নির্বাচনী ইস্তেহার। অঙ্গীকার পত্রে তৃণমূল প্রার্থী জানিয়েছেন, উপনির্বাচনে জিতে বরাহনগরে ‘সম্পূর্ণা’ নামে একটি প্রকল্প চালু করতে চান সায়ন্তিকা। এলাকার প্রতিটি বালিকা বিদ্যালয় ও কো-এড স্কুলে বসানো হবে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন।
উন্নয়নের বার্তা নিয়ে প্রকাশিত সায়ন্তিকার ৬ দফা অঙ্গীকার পত্রে রয়েছে, গ্রিন বরাহনগর-ক্লিন বরাহনগর গড়ার ডাক, পরিশ্রুত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি, বিধায়ক সহায়ক কেন্দ্র, নবদিশা উৎকর্ষ কেন্দ্র তৈরির প্রতিশ্রুতি, বরাহনগর ড্রেনেজ মাস্টার প্ল্যান।
তবে নজর কেড়েছে ‘সম্পূর্ণা’ প্রকল্পের অঙ্গীকার। বরাহনগরের প্রতিটি কো-এড স্কুল ও গার্লস স্কুলে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো হবে। এছাড়াও এলাকায় ‘সম্পূর্ণা’ ক্লাব তৈরি হবে, যার মাধ্যমে লাইব্রেরি, স্মার্ট ক্লাসের সুবিধা পাবে ছাত্রছাত্রীরা। রাজনৈতিক মহল থেকে এলাকাবাসী, সকলের প্রশংসা আদায় করে নিয়েছে তৃণমূল প্রার্থীর অঙ্গীকার পত্র।