প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান কাপ টেবিল টেনিসে পদক জিতলেন মনিকা বাত্রা
চেতন বাবুরের পরে তিনি হলেন দ্বিতীয় ভারতীয় এবং প্রথম ভারতীয় মহিলা, যিনি এশিয়ান কাপে পদক জিতলেন।
November 19, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

শনিবার এশিয়ান এশিয়ান কাপ টেবিল টেনিসে ব্রোঞ্জ পদকের ম্যাচে বিশ্বের ৬ নম্বর জাপানের হিনা হায়াতাকে ৪-২ হারিয়ে নজির গড়ে ফেললেন ভারতের তারকা প্যাডলার মনিকা বাত্রা। চেতন বাবুরের পরে তিনি হলেন দ্বিতীয় ভারতীয় এবং প্রথম ভারতীয় মহিলা, যিনি এশিয়ান কাপে পদক জিতলেন।
এর আগে প্রাক্তন প্লেয়ার চেতন বাবুর টেবল টেনিসে এশিয়ান কাপের পুরুষ বিভাগের সিঙ্গলসে ১৯৯৭ সালে রুপো এবং ২০০০ সালে ব্রোঞ্জ জিতেছিলেন।
এ দিন সেমিফাইনালে হেরে যান মনিকা কিন্তু ব্রোঞ্জ জয়ের শুরু থেকেই দাপট দেখিয়ে ১১-৬, ৬-১১, ১১-৭, ১২-১০, ৪-১১, ১১-২-এ জাপানের হিনা হায়াতাকে হারিয়ে দেন মনিকা।