শাহের অভিযানের প্রথম দিনেই জ্বলে উঠল মণিপুর, মৃতু এক বিক্ষোভকারীর

ফের উত্তপ্ত মণিপুর।

March 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের উত্তপ্ত মণিপুর। মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কুকি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে খবর। প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গত সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছিলেন, অবিলম্বে উত্তর-পূর্বের রাজ্যটিতে সমস্ত রাস্তাঘাট সচল করতে হবে। প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। ৮ মার্চ সকাল থেকে অভিযানে নামে নিরাপত্তা বাহিনীকে। বিক্ষোভকারীদের হটিয়ে দিতে জায়গায় জায়গায় লাঠিচার্জ করেন জওয়ানরা। বিভিন্ন জেলায় কড়া নিরাপত্তার ঘেরাটোপে বাস চলাচল শুরু হয়। নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরজুড়ে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাতে এখনও আশ্বস্ত হতে পারছেন না কুকিরা। পৃথক প্রশাসন গঠিত না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়তে তাঁরা রাজি নন। বাহিনীর অভিযানের প্রথম দিনেই শুরু হল অশান্তি। কাংপোকপি জেলায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন কুকি জনগোষ্ঠীর মহিলারা। বাস আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাসে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে জ্বলছে মণিপুর। কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জন। ৬০ হাজারের বেশি মানুষ ঘর ছাড়া। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ইস্তফার জেরে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কড়া নির্দেশের পরও শান্তি ফেরেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen