আবারও অশান্ত মণিপুর, চূড়াচাঁদপুরে আততায়ীদের হামলায় মৃত চার

July 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:৫১: মণিপুর কি শান্ত হবে না? ২০২৩ সাল থেকে জ্বলছে মণিপুর। উত্তর-পূর্বের জাতি হিংসা বিধ্বস্ত রাজ্যে শান্তি শৃঙ্খলা ফেরাতে ডাহা ফেল করেছেন অমিত শাহ। সোমবার চূড়াচাঁদপুর জেলায় আততায়ীদের হামলায় মৃত্যু হল চারজনের।

জানা যাচ্ছে, আততায়ীদের এলোপাথাড়ি গুলিতে চারজনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে আছেন একজন ৭২ বছরের বৃদ্ধা। চূড়াচাঁদপুর সহ গোটা রাজ্য আতঙ্কিত এই ঘটনার জেরে। চূড়াচাঁদপুর শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মংজং গ্রামে দুপুর ১ টা নাগাদ হামলার ঘটনা ঘটে। গাড়িতে কয়েকজন যাচ্ছিলেন। হঠাৎই আততায়ীদের দল গাড়ির পথ আটকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন আরোহীর। ৭২ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে ১২টিরও বেশি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন থেংখোথাং হাওকিপ ওরফে থাহপি, সেইখোগিন, লেঙ্গোহাও এবং ফালহিং।

থেংখোথাং হাওকিপ ওরফে থাহপি ছিলেন জঙ্গি গোষ্ঠী কুকি ন্যাশনাল আর্মির ডেপুটি চিফ। মনে করা হচ্ছে, এই হামলায় ইউনাইটেড কুকি ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যদের হাত থাকতে পারে। এই দুই গোষ্ঠী একে অপরের বিরোধী। কোনও সংগঠন এখনও পর্যন্ত এই হামলার দায়স্বীকার করেনি। ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen