ব্যাপক হিংসায় উত্তপ্ত মণিপুরের একাধিক জেলা, ২৪ ঘন্টায় মৃত ৬ জন

তেরখাংসাংবিতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় এক গ্রামবাসীর।

August 7, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আবারও হিংসায় উত্তপ্ত মণিপুর। গুলি মর্টার গ্রেনেডের হামলায় মৃত্যু ৬ জনের ও আহত ১৬ জন।

মণিপুরের তম্পক গ্রামে পিতা পুত্রসহ তিনজনের মৃত্যুর পর পাল্টা হামলা চালানো হয় চূড়াচাঁদপুর জেলার ফৌজাং ও সংডো গ্রামে যেখানে দুজনের মৃত্যু হয়। তেরখাংসাংবিতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় এক গ্রামবাসীর। ইম্ফলের সানসাবি এবং থামনাপোকপি গ্রামে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষ্ণুপুরের একাধিক পুলিস ফাঁড়ি-অস্ত্রাগার থেকে লুট হওয়া ১ হাজার ১৯৫টি অস্ত্র উদ্ধার করেছে পুলিস।

ইম্ফলের ল্যাংগোলে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হয়েছে ইম্ফলে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় মণিপুর পুলিস। এইসবের মধ্যেই গুলিবিদ্ধ হন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। পূর্ব ইম্ফলের চেকন এলাকাতেও একাধিক বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। জঙ্গি-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে ওঠে কাংপোকপি জেলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen